মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতচট্টগ্রামের হাটহাজারী ও আনোয়ারা উপজেলায় পৃথক দুর্ঘটনায় মহিউদ্দিন (৪০) ও প্রকাশ দাশ (৪০) নামের দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানিয়েছে, আনোয়ারা উপজেলার মাজার গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মহিউদ্দিনকে (৪০) মৃত ঘোষণা করেন। এছাড়া রবিউল ইসলাম (১৭) ও মো.তারেক (২৫) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিতসাধীন আছেন।
নিহত মহিউদ্দিন ফেনী জেলার সোনাগাজী থানার রঘুনাথপুর এলাকার মো. ছালেহ আহমদের ছেলে।
এদিকে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় অজ্ঞাত একটি প্রকাশ দাশকে ধাক্কায় দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন