১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতধীরে ধীরে শুরু হচ্ছে তাপদাহ। তাই এই গরমে হেলমেট পরতে চান না অনেকেই। তবে তাঁদের কথা মাথায় রেখে নিরাপত্তার পাশাপাশি এবার গরমে মাথা ঠাণ্ডা রাখতে এসে গেছে এসি হেলমেট।
শুনতে অবাক লাগলেও ভারতের হায়দরাবাদের ২২ বছর বয়সী তিন যুবক দারুণ এক হেলমেট তৈরি করছেন। যেটি মাথায় পরলে গরমকালে মিলবে ঠাণ্ডা হাওয়া। আর শীতকালে গরম।
পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই ৩ যুবকের নাম কৌস্তভ কৌন্দিনইয়া, শ্রীকান্ত কোম্মুলা ও আনন্দ কুমার।
২০১৬ সালে বাচুপল্লীর ভিএনআর ভিগানা জ্যোতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এ তিনজন পাস করেছিলেন। এরপরই তারা এসি হেলমেট তৈরিতে মন দেন।
ইতিমধ্যে ইন্ডাস্ট্রিয়াল এসি হেলমেট তারা তৈরি করেও ফেলেছেন। এখন তাদের লক্ষ্য বাইকচালকদের জন্য সে রকমই একটি হেলমেট তৈরি করা। ভারতীয় নৌবাহিনী ও টাটা মোটরস এই ইন্ডাস্ট্রিয়াল হেলমেট কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
কৌস্তভ কৌন্দিনইয়া জানিয়েছেন, খুব শিগগিরই হেলমেট তৈরির কাজ শুরু হতে চলেছে। প্রতি মাসে প্রায় ১ হাজার হেলমেট তৈরি করা যাবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন