১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিত৮ মার্চ নারী দিবসে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএন উইমেন বাংলাদেশের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'শান্তি ও সম্প্রীতিতে নারী কনসার্ট'। এ কনসার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
শান্তি ও সম্প্রীতিতে নারীর অবদান নিয়ে এই কনসার্ট উপলক্ষে একটি থিম সংও তৈরি করেছে ব্যান্ডটি। 'সর্বজয়া নারী সালাম তোমায়, সম্প্রীতি আর শান্তিতে সামনে চলো নির্ভয়ে’ এমন কথা ও সুরে চিরকুটের কম্পোজিশনে গানটি নিয়ে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে চলছে ফ্লাশ মব।
সারা বিশ্বের ধারাবাহিকতায় বাংলাদেশের নারীরাও যে কাজ করছে, প্রতিমুহূর্তে এগিয়ে যাচ্ছে, তাদের অনুপ্রেরণার জন্য এ উদ্যোগটি নিশ্চয়ই ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যান্ডটির লিড ভোকাল সুমী।
৮ মার্চ বিকেল ৪টায় থেকে শুরু হবে এই কনসার্ট। সবার জন্য উন্মুক্ত।
এছাড়াও নারী দিবসের আগে ব্যান্ড চিরকুট অংশ নিচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জয় বাংলা কনসার্টে। মাসজুড়েই নানা কনসার্ট নিয়ে ব্যস্ত থাকছে দলটি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন