মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতবেগম জিয়ার জামিনের স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন দুদক।
আজ মঙ্গলবার সকালে এ আবেদন করা হয় দুদকের পক্ষ থেকে।
এর আগে, গতকাল বেগম জিয়ার বয়স, শারিরিক অসুস্থতাসহ চারটি দিক বিবেচনায় নিয়ে চার মাসের জামিন মঞ্জুর করেন আদালত।
একই সঙ্গে এ সময়ের মধ্যে খালাস চেয়ে বেগম জিয়ার আপিল শুনানির জন্য প্রস্তুত করার নির্দেশ দেন আদালত। পরে এ আদেশে অসন্তোষ প্রকাশ করে, জামিন ঠেকাতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করার ঘোষণা দেন দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। দুর্নীতির দায়ে সাবেক খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় নিম্ন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন