১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনতুন মডেলের বাইক আনলো হোন্ডা। এর মডেল হোন্ডা সিবি শাইন এসপি। এতে উন্নত গ্রাফিক্স এবং শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটির কন্ট্রোলিং দুর্দান্ত।
সিবি শাইনের মতই এসপিতে রয়েছে ১২৪.৭৩ সিসির ইঞ্জিন। তবে সিবি শাইনের চেয়ে এসপিতে বড় ও গ্রাফিক্স সমৃদ্ধ ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এতে অ্যানালগ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল সংযোজন করা হয়েছে।
সিবি শাইন এসপিতে এয়ার কুলড ইঞ্জিন সংযোজন করা হয়েছে। এর ম্যাক্স পাওয়ার ১০.১৬ বিএইচপি@৭৫০০ আরপিএম। ম্যাক্স টর্ক ১০.৩০ এনএম@৫৫০০ আরপিএম।
৫ স্পিড গিয়ার বক্সের মোটরসাইকেলটি পাঁচটি ভিন্ন ভিন্ন রঙ ও গ্রাফিক্সে পাওয়া যাবে। নতুন এই বাইকটি তিনটি ভার্সনে পাওয়া যাবে। একটি ক্লাসিক ড্রামের ব্রেকের। অন্যটিতে রয়েছে ডিস্ক ব্রেক। শেষের ভার্সনটি কম্বি বেকিং সিস্টেম(সিবিএস) সমৃদ্ধ।
বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে সিবি শাইন এসপি। এর মূল্য ৬২ হাজার ৩২ রুপি। এ বাইকটি এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে না।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন