১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমাত্র ১০ সেকেন্ডেই এবার ফুল চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোন। গ্রাফিন জাতীয় ব্যাটারি আসতে চলেছে বাজারে।
দ্রুত চার্জ হওয়ার জন্য বিজ্ঞানীরা ফোনের ব্যাটারিতে ব্যবহার করেছেন গ্রাফিন। এই গ্রাফিন সমৃদ্ধ ব্যাটারি নিমিষেই চার্জড করবে ফোন।
বিজ্ঞানীদের দাবি, লিথিয়াম-আয়ন জাতীয় ব্যাটারি থেকে কয়েক’শ গুণ তাড়াতাড়ি বিদ্যুৎ গ্রহণ করতে সক্ষম এই ব্যাটারি। লিথিয়াম-আয়নে থাকা সিলিকন ক্যাথডের থেকে ১৪০ গুণ দ্রুত ইলেক্ট্রন নাড়াচাড়া করে এর ভেতরে। ফলে ১২ নয়, ১০ সেকেন্ডেই হয়ে যাবে ফুল চার্জ।
স্যামসাং ইতিমধ্যে গ্রাফিন জাতীয় ব্যাটারির কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, এদের ব্যাটারি ১২ সেকেন্ডে পরিপূর্ণ চার্জ হবে।
কার্বনের প্রকারভেদ এই গ্রাফিন আমাদের নিত্য প্রয়োজনীয় একাধিক কাজে ব্যবহার করে থাকে। ইন্টারনেটের গতি বৃদ্ধি থেকে পরিশ্রুত জল তৈরি করতে গ্রাফিনের ব্যবহার হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন