১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসদ্যই মুক্তি পেয়েছে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ৫। দেখে নিন কী কী ফিচার্স রয়েছে ফোনটিতে।
শাওমির নতুন ফোনটিতে আছে ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে। এতে ১.৮ গিগাহার্জের অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
২ জিবি র্যামের এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। যা দেবে ঝকঝকে ছবির নিশ্চয়তা। এর সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
অ্যানড্রয়েড ৭.১.২ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ব্যাকআপের জন্য ১৬ জিবি স্টোরেজ রয়েছে।
বাংলাদেশের বাজারে ফোনটি মিলছে ১৩ হাজার ৯৯০ টাকায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন