১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচীনের স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটি যে কয়টি ফোন এই পর্যন্ত বাজারে এনেছে সবগুলোই লুফে নিয়েছেন ক্রেতারা। এবার আসছে সবচেয়ে দামি ওয়ান প্লাস ফোন। ফোনটি ওয়ান প্লাস সিক্স।
নতুন ফোনটির দাম হবে ৭৪৯ ডলার। এ বছরের মাঝামাঝিতে ফোনটি বাজারে আসবে।
গিজমো চায়না এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ানপ্লাস সিক্সে থাকছে ৮ জিবি র্যাম। রম থাকছে ২৫৬ জিবি।
ওয়ানপ্লাস সিক্সে থাকছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনটি হবে আইফোন এক্স’র মত নচ ফিচার সমৃদ্ধ। মিনিমাল বেজেলের এই ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন