মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতকুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেনকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত পৌনে ১০টায় দিকে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনির উপজেলার ভাটিপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি এলাকায় নেতৃত্ব দিতেন এবং বিচার-সালিশ করতেন। তিনি জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে মনির হোসেনকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন