১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকানাডায় সড়ক দুর্ঘটনায় জুনিয়র বরফ হকি দল দ্য হামবোল্ডটের সদস্যদের বহনকারী বাসের ১৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সাসক্যাশেওয়ান প্রদেশের টিসডেলের উত্তরে ৩৫ হাইওয়েতে লরি ও হামবোল্ডটের সদস্যদের বহনকারী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ওই বাসে ২৮ জন ছিলেন। তাদের মধ্যে চালকসহ ১৪ জন নিহত হন। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এক টুইটার বার্তায় শোক প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমি কল্পনাও করতে পারছি না নিহতদের বাবা-মা এখন কী অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন।’
সূত্র: বিবিসি
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন