মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতকক্সবাজারের টেকনাফ বাহার ছড়া শামলাপুরে সাড়ে তিনশ মায়ানমারের আন্দামান গোল্ড বিয়ার ক্যান উদ্ধার করেছে কোস্টগার্ড। ২৯ এপ্রিল দিবাগত রাত ১০টার দিকে টেকনাফ হোয়াইক্যং পাহাড়ের ঢালার ভিতর অভিযান চালিয়ে একটি ডাম্পার গাড়ির পেছন থেকে বিয়ারের ক্যানগুলো উদ্ধার করা হয়।
বিয়ারের মালিক ও গাড়ির চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানিয়েছেন টেকনাফ বাহারছড়া শামলাপুর কোস্টগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার গিয়াস উদ্দীন।
কন্টিনজেন্ট কমান্ডার গিয়াস উদ্দীন জানান, গোপন সংবাদের অভিযান চালিয়ে আন্দামান গোল্ড বিয়ার ক্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারগুলো কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন