১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসাপের মণির কিচ্ছা কাহিনী বা গল্প বেশ পুরোনো। সাপের মণি নিয়ে নানা ঘটনা সিনেমাতে প্রায়ই দেখা যায়। তবে প্রাকৃতিক ভাবে সাপের মাথায় কোনো পাথর বা মণি থাকে না বা তৈরি হয় না।
সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় এবং গ্রন্থি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয়। কখনো কখনো বিষ দাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বেরিয়ে আসে। এই ঘটনা ঘটে সাপের দাঁতে সমস্যার কারণে দীর্ঘ সময় বিষ আটকে জমা হওয়ার ফলে।
এক সময় এসে এই বিষ ছিটকে বেরিয়ে আসে এবং কোনো কোনো সময় এই বিষ ছিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফটিকাকার ধারণ করে। তখন এটাকেই বলা হয় 'সাপের মণি'।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন