১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের জেড পিসির (অল ইন ওয়ান পিসি) সঙ্গে উপহার হিসেবে প্রিন্টার দিচ্ছে ই-কমার্স পোর্টাল পিকাবু ডট কম। ১৭.৩ ইঞ্চি টাচ স্ক্রিন অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে।
আইলাইফ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন জানান, জেনুইন উইন্ডোজ ১০ সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক যা প্রয়োজনে বর্ধিত করা যায়। এতে রয়েছে ২.৪০ গিগাহার্টজ গতির ডুয়াল কোর ইন্টেল প্রসেসর, ওয়াইফাই, বল্গুটুথ ল্যান পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি ২ পোর্ট, একটি ইউএসবি থ্রি পোর্ট, একটি অডিও কম্বো জ্যাক, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি কার্ড রিডার। এছাড়া স্পিকার, ওয়েবক্যাম, তারবিহীন কিবোর্ড ও মাউসও রয়েছে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও কেনা যাবে কম্পিউটার। দাম ২৯ হাজার ৯৯০ টাকা। বিস্তারিত জানা যাবে https://www.pickaboo.com/zedair-all-in-one-pc-silver.html এই ঠিকানায়।-বাংলাট্রিবিউন
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন