মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিত৮ জিবি র্যাম ও ৫১২ জিবি বিল্টইন মেমোরিতে শিগগিরই বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ ডিভাইস নোট নাইন।
আইস ইউনিভার্স নামের একটি লিকস্টার জানিয়েছে, ৬ জিবি র্যাম ভার্সনের পাশাপাশি ৮ জিবি র্যাম ভার্সনেও নোট নাইন বাজারে পাওয়া যাবে। তবে স্যামসাংয়ের তরফ থেকে ডিভাইসটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে জানা গিয়েছিল, তিনটি রম ভার্সনে গ্যালাক্সি নোট নাইন বাজারে মিলবে। এগুলো হলো ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ।
নোট নাইটের ডিসপ্লে হবে ৬.৪ ইঞ্চির ক্যাপসিটিভ টাচস্ক্রিন। রেজুলেশন ১৪৪০x২৯৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ফোনটিতে এক্সিনোসের সর্বাধুনিক মডেলের প্রসেসর ব্যবহার করা হবে।
ব্যাকআপের জন্য গ্যালাক্সি নোট নাইনে ৩৮৫০ অ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন