মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, মার্কিন সরকার ইরানের অর্থনীতিকে দুর্বল করতে সর্বশক্তি নিয়োগ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এখন ইরানবিরোধী অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা কেন্দ্রে পরিণত হয়েছে। খবর পার্সটুডে'র।
গতরাতে প্রাদেশিক গভর্নরদের এক সমাবেশে তিনি আরও বলেন, ইরানবিরোধী হুমকিকে সুযোগে পরিণত করা সম্ভব। ইসহাক জাহাঙ্গিরি বলেন, নিষেধাজ্ঞা মোকাবেলার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং আমরা এ পর্যন্ত সব নিষেধাজ্ঞা মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, আমেরিকা ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে শক্তিশালী ইরানকে সহ্য করতে পারছে না। তারা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে চায়। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ায় খোদ আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্ররা মধ্যপ্রাচ্যে একঘরে হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
ইসহাক জাহাঙ্গিরি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশ পরমাণু সমঝোতা রক্ষায় সোচ্চার হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন