মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতমাদকবিরোধী অভিযানে রাজশাহীর করনহাট থানার করমজা গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার করমজা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহী র্যাব-৫-এর উপঅধিনায়ক মেজর এসএম আশারাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে পবা উপজেলার করমজা এলাকার একটি আম বাগানে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে র্যাব-৫ এর একটি দল গতকাল রাত ১১টা ৫ মিনিটের দিকে সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে এলাকায় তল্লাশি করে গুলিবিদ্ধ দুজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে মেজর আশরাফুল জানান।
নিহতরা হলেন করমজা গ্রামের বেলাল ও নাজমুল। র্যাবের দাবি, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন