১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতএবার এক যাত্রীর শরীরের অসহ্য দুর্গন্ধের কারণে বিমান জরুরি অবতরণ করা হয়েছে। নেদারল্যান্ড থেকে স্পেনগামী ট্রান্সএভিয়ারের একটি ফ্লাইট এ জরুরি অবতরণ করানো হয় বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর শুক্রবার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
ব্রিটিশ দৈনিকটি জানায়, ট্রান্সএভিয়ারের ফ্লাইট এইচভি৫৬৬৬ বিমানটি স্পেনের হলিডে দ্বীপ গ্রান ক্যানারিয়ার উদ্দেশে যাত্রা করে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এক যাত্রীর অপরিষ্কার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিমানটির যাত্রীদের অনেকেই বমি করতে শুরু করেন। এমনকি অনেকে অচেতনও হয়ে পড়েন।
একপর্যায়ে ওই যাত্রীকে বোয়িং ৭৩৭-এর ক্রুরা তাকে টয়লেটে নিয়ে রাখেন। কিন্তু তাতেও কোনো ফল আসেনি। পরে বাধ্য হয়ে বিমানের পাইলট পর্তুগালের ফারগো শহরে জরুরি অবতরণ করেন।
ফারগোর বিমানবন্দরে অবতরণের পর বিমানটি থেকে ওই যাত্রীকে বের করে মেডিকেল কর্মকর্তারা একটি বাসে তুলে নিয়ে যান।
বিমানের এক যাত্রী পায়েট ভ্যান হ্যাট বলেন, ওই ব্যক্তির শরীর থেকে অসহ্য দুর্গন্ধ আসছিল। এমন দুর্গন্ধ হচ্ছিল যে কয়েকজন যাত্রী বমি করেন এবং অনেকে অসুস্থও হয়ে পড়েন।
ট্রান্সএভিয়া এয়ারলাইন কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা-সংক্রান্ত কারণে বিমানটি জরুরি অবতরণ করা হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন