মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতপবিত্র শবে কদর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি পুনঃনির্ধারণ করেছে সরকার। আগামী ১২ জুনের পরিবর্তে ১৩ জুন এ ছুটি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এ আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।
২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রমজান মাস শুরু ধরে ১২ জুন শবেকদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবেকদরের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার শাবান মাস ৩০ দিনে শেষ হয় এবং রমজান মাস শুরু হয় গত ১৮ মে। সে হিসেবে এবার শবে কদরের রাত হবে ১২ জুন। এই জন্য শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন