১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআরেকটি স্বল্পমূল্যের নতুন ফোন আনল শাওমি। ডিজাইন বা স্পেসিফিকেশন, কোনওটাই খুব আহামরী না হলেও ফোনটির সেলফি ক্যামেরা আর মূল্যই ক্রেতাদেরকে আকৃষ্ট করবে বলে আশা করছে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি। ফোনটির নাম দেয়া হয়েছে ‘রেডমি ওয়াই২’।
ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর, ৬ ইঞ্চি ১৮:৯ অনুপাতের নচহীন ডিসপ্লে। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৩ গিগাবাইট র্যাম আর ৩২ গিগাবাইট স্টোরেজ এবং ৪ গিগাবাইট র্যাম আর ৬৪ গিগাবাইট স্টোরেজের দুটি সংস্করণে ফোনটি পাওয়া যাবে। এতে ব্যাটারি দেয়া হয়েছে ৩০৮০ এমএএইচ।
ফোনটির পেছনের ক্যামেরা থাকছে এফ/২.০ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল সেন্সর। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, যার অ্যাপারচার এফ/২.০ আর থাকছে এলইডি ফ্ল্যাশ।
ফোনটির মূল্য শুরু হবে ৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১২ হাজার ৬০০ টাকা থেকে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন