মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতআগামী ১ জুলাই থেকে বিনিয়োগ ঋণের সুদের হার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী ব্যাংককে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এক অভিনন্দন বার্তায় বলেছে, দেশের উন্নয়নের ধারাকে উৎসাহিত ও বেগবান করতে ইসলামী ব্যাংকের এই সিদ্ধান্তকে ব্যবসায়ীরা সাধুবাদ জানায়।
সুদের হার হ্রাস বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে ব্যবসায়ীদের উৎসাহিত করবে এবং আস্থা বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ ঋণে সুদের হার কমানোর জন্য ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানান। এতে ইসলামী ব্যাংক সাড়া দিয়ে আগামী ১ জুলাই থেকে ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন