মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতকুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া ও পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তি চিথলিয়া গ্রামের স্কুলছাত্র দেব দত্তকে অপহরণ এবং হত্যার সঙ্গে জড়িত। নিহতরা হলেন- চিথলিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে জুয়ার এবং জহুরুলের ছেলে নাঈম।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৬ দিন পর ৯ বছরের শিশু দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে।
এরই মধ্যে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে দুটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের দুইজন গুলিবিদ্ধ হন। পরে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন