মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতগুরুতর জখম অভিনেতা চিন্ময় রায়। শনিবার সন্ধেয় গলফগ্রিনে তার ফ্ল্যাটের নিচে অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সূত্রের খবর, প্রতিবেশীরাই অভিনেতাকে উদ্ধার করে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। খবর জি নিউজ'র।
সূত্রের খবর অভিনেতা গলফগ্রিনের ওই বিল্ডিংয়ের ৬ তলা থেকে পড়ে গিয়েছেন। যদিও পুরো ঘটনটি কীভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা, নেহাতই দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।
অভিনেতা চিন্ময় রায়ের ছেলের দাবি, তার বাবা বিকেলে ছাদে হাঁটতে গিয়েছিলেন, সেখান থেকে অসাবধানতাবশতই পড়ে যান।
অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা চিন্ময় রায়ের আঘাত গুরুতর। তার মাথা, হাত ও পায়ে একাধিক আঘাত লেগেছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে অভিনেতার জ্ঞান রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন