১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতএই প্রথম বাজারে চার ক্যামেরার ফোন আনতে যাচ্ছে নকিয়া। নকিয়া এ ওয়ান প্লাস নামের এই ফোনটি নতুন ফ্লাগশিপ।
অধিক মেগাপিক্সেলের লেন্স সমৃদ্ধ নতুন এই ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর থাকছে। এছাড়াও এতে শক্তিশালী র্যাম ব্যবহার করা হয়েছে।
জিএসএম এরিনার এক প্রতিবেদনে জানা গেছে, নকিয়ার নতুন ফোনে এলজির বানানো ওলিড ডিসপ্লে থাকছে। এই ফোনের ডিসপ্লেতেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই বছরের অন্য সব ফ্ল্যাগশিপের মতই নকিয়ার নতুন ফোনেও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট থাকছে।
নকিয়ার নতুন ফোনটি হবে ৮ জিবি র্যামের। স্টোরেজের জন্য এতে থাকছে ২৫৬ জিবি রম।
ফোনটির রিয়ারে থাকছে তিন ক্যামেরা। সেলফি ক্যামেরা একটাই। নকিয়ার নতুন ফ্লাগশিপ ডিভাইস চলবে অ্যানড্রয়েড পি অপারেটিং সিস্টেমে।
চলতি বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আনতে চলেছে এইচএমডি গ্লোবাল।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন