১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনতুন গ্যালাক্সি নোট আনছে স্যামসাং। গ্যালাক্সি নোট নাইন মডেলের ডিভাইসটি আগস্ট মাসে বাজারে আসবে। এই ফোনটির ছবি অনলাইনে ফাঁস হয়েছে।
রাশিয়ান ওয়েবসাইট হাই-টেক@মেইল এ এক প্রতিবেদনে নোট নাইনের এক ছবি প্রকাশ হয়েছে। এছাড়া ওয়েবসাইটটি এই নোটের কনফিগারেশনও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নোট নাইনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আরো থাকবে হার্ট রেট সেন্সর। এর রিয়ারে থাকছে দুই ক্যামেরা। সেলফি ক্যামেরা একটাই।
কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহৃত হয়েছে গ্যালাক্সি নোট নাইনে। এতে ৬ জিবি র্যাম রয়েছে। ৮ জিবি র্যামের একটি নোট নাইনও বাজারে আসতে পারে। ব্যাটারির নিরাপত্তার জন্য এতে উন্নত প্রযুক্তির অধিক মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে।
গ্যালাক্সি এস পেন প্রযুক্তি সম্বলিত নোট নাইনে বিশেষ বিশেষ ফিচার থাকবে। যেগুলো এখনও কোনো স্যামসাং ফোনে দেখা যায়নি। তবে নোট নাইনের দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন