১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিত৮ গিগাবাইট র্যামের ফোন বাজারে এনেছে হুয়াওয়ে। ফোনটি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ নয়, মিডরেঞ্জ সিরিজের অংশ। অনার ১০ ফোনের বিশেষ সংস্করণ অনার ১০ জিটি পাচ্ছে ৮ গিগাবাইট র্যাম।
তবে অন্যান্য স্পেসিফিকেশনে আসছে না কোনো পরিবর্তন। সামনে থাকছে নচ যুক্ত ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ২২৮০ x ১০৮০ পিক্সেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে সামনেই, ডিসপ্লের নিচে। নচের মধ্যে আছে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পেছনে ১৬ আর ২৪ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরাও আছে অপরিবর্তিত।
প্রসেসর দেয়া হয়েছে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৯৭০। হেডফোন জ্যাক আর ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে আগের মতোই।
ফোনটির মূল্য হবে ২ হাজার ৫শ’ ৯৯ ইউয়ানের চেয়ে কিছু বেশি, প্রায় ৪০ হাজার টাকা। আগামী ২৪ জুলাই ফোনটি চীনের বাজারে বিক্রি শুরু হবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন