মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতনড়াইলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার রাত ৩টার দিকে নড়াইল শহরতলীর লস্কারপুর চাঁদমারি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকায় একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখান অভিযান চালায় তাদের একটি দল। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মাদক ব্যবসায়ীরা।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ সময় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি এ ঘটনায় তাদের ৫ সদস্য আহত হয়েছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন