মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতপ্রকাশ পেল 'মুলক'র ট্রেলর। প্রায় তিন মিনিটের ট্রেলার। গোটা ট্রেলারেই টান টান উত্তেজনা। সন্ত্রাসবাদী হামলা নিয়ে অনেক কিছু ঘটছে। ঋষি কাপুর ও প্রতীক বব্বর অভিযুক্ত এই হামলায়। আর তারপর?
অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে ঋষির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নু, রজত কাপুর, নীনা গুপ্তরা। ঋষির স্ত্রীর ভূমিকায় থাকবেন নীনা এবং মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাপসী।
ছবিতে ঋষির চরিত্রের নাম মুরাদ আলি মহম্মদ। তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ। মেয়ে তাপসী পান্নুকেই তার আইনজীবীর চরিত্রে দেখা যাবে। ট্রেলারের পর এ বার ছবি মুক্তির অপেক্ষা।
আগামী ৩ অগাস্ট মুক্তি পাবে ঋষি কাপুর এবং তপসি পান্নুর 'মুলক'।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন