১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজামালপুরের মেলান্দহে উপজেলায় চালকলে বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘাডুবা গ্রামের আবুল কালাম আজাদের চালকলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘাডুবা গ্রামের নওশের আলীর ছেলে মিন্টু (৩৫) ও আবদুল করিম (৩৬)। আবদুল করিমের বাড়ি শেরপুর জেলায়। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘাডুবা গ্রামের আবুল কালাম আজাদের চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মিন্টু ও আবদুল করিম নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকতা তামিম আল ইয়ামিম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন