মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতমাশরাফি বিন মুর্তজার ওয়েস্ট ইন্ডিজ যাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
গত কয়েক দিনে মাশরাফির স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সেই স্বস্তি নিয়েই সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশত্যাগ করেছেন নড়াইল এক্সপ্রেস।
বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে উড়াল দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। অন্য সব ক্রিকেটারের মতো নিউইয়র্ক যাবেন তিনি। পরে নিউইয়র্ক থেকে জ্যামাইকা যাবেন।
ওয়ানডে দলে ডাক পাওয়া ছয় ক্রিকেটার ইতোমধ্যে জ্যামাইকায় পৌঁছে গেছেন। মুস্তাফিজ-মোসাদ্দেকরা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ১৯ জুলাই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে চান মাশরাফিও। ২২ জুলাই শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয়, তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৬ ও ২৮ জুলাই।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন