১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবলিউডে অভিষেক নিয়ে অনেকদিন থেকেই আলোচনায় ছিলেন শ্রীদেবীকন্যা জানভি কাপুর। অবশেষে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ধড়ক।
গতকাল শুক্রবার ভারতের প্রায় ২ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধড়ক সিনেমাটি। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও ভালো হয়েছে। প্রথমদিনে আয় করেছে ৮.৭১ কোটি রুপি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।
ধড়ক সিনেমায় জানভির বিপরীতে অভিনয় করেছেন ইশান কাট্টার। ধড়ক সিনেমা নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা।
২০১৬ সালের ব্লকবাস্টার হিট মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন