১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘সঞ্জু’। আলোচনা-সমালোচনা আর নানা জল্পনা-কল্পনার পর এবার তার আয় নিয়েও চলছে নানা কথা। ইতিমধ্যে সঞ্জু জায়গা করে নিয়েছে বলিউডের শীর্ষ আয় করা ৫টি ছবির তালিকায়।
ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এর টুইটে জানা যায়, তৃতীয় সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৬.৮০ কোটি রুপি। আর আয়ের দিক দিয়ে এটির সামনে আছে চারটি ছবি।
তালিকার অন্য ছবিগুলো হলো বহুবলী ২, টাইগার জিন্দা হ্যায়, দঙ্গল ও সুলতান।
রণবীর কাপুর অভিনীত ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া। আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ জুন ভারতে প্রায় ৪ হাজার এবং বিশ্বের ৬৫টির অধিক দেশে ১৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাঞ্জু।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন