১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতদিনাজপুরের বীরগঞ্জে নদীর পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীর স্লুইস গেট এলাকায় দুর্ঘটনাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪ কিশোর নদীতে গোসল করতে নামে। এরপর দু’কিশোর ডাঙ্গায় ফিরে আসলেও দু জন থাকে নিখোঁজ। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৩টায় দু’ কিশোরের লাশ উদ্ধার করে। এরা হলো, বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ইনছান ড্রাইভাররে ছেলে জাহদি (১৭) এবং ২ নং ওয়ার্ডের সোবহনের ছেলে রাজু (১৭)।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। পুলিশ লাশ দু’টি সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন