১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবঙ্গোপসাগরের কচিখালী ও নারকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে দুটি মাছ ধরা ট্রলার ডুবে ২০ জেলে নিখোঁজ হয়েছেন।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে এফবি তরিকুল-১ এবং দুপুরের দিকে অর্ক নামের অপর একটি ট্রলার ডুবে এসব জেলে নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে।
ট্রলারের মালিক আশুতোষ চন্দ্র জানান, ১৯ জন জেলে নিয়ে তিনদিন আগে তার মালিকানাধীন এফবি অর্ক ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। শনিবার দুপুরে দিকে তিনি মুঠোফোনে খবর পান কচিখালী এলাকায় ঝড়ের কবলে ট্রলারটি ডুবে গেছে। এতে ওই ট্রলারে থাকা মাঝি দুলাল, মিন্টু, আইউব, সিদ্দিক, সোলায়মান, মনির, নাসির, রুবেল, তৌফিক, হাকিম, কাসেম, মোতালেব কবিরসহ মোট ১৯ জেলে নিখোঁজ রয়েছেন।
এর আগে, সকালে নারকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে এফবি তরিকুল-১ নামের ট্র্রলার ডুবির ঘটনায় ১৭ জেলে সাগরে নিমজ্জিত হয়। এর মধ্যে ১৬ জেলেকে উদ্ধার করলেও ট্রলারের বাবুর্চি ইলিয়াস এখনো নিখোঁজ রয়েছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন