মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতদীপিকার পর এবার মাদাম তুসোর জাদুঘরে অমর হতে চলেছেন শহিদ কাপুর। সেখানে রাখা হবে শহিদের মোমের মূর্তি।
ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে বলে নিজেই ভক্তদের জানিয়েছেন শহিদ। শুরু হয়েছে শহিদের শরীরের নানান অঙ্গ-প্রত্যঙ্গের মাপঝোক নেওয়ার কাজ।
চোখের মাপ নেওয়ার সময়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন 'পদ্মাবত' অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'Keep an eye out. Coming soon.'
তবে দিল্লিতে নাকি লন্ডনের, ঠিক কোন মাদাম তুসোর জাদুঘরে শহিদের মূর্তি রাখা হবে সে বিষয়টা এখনও স্পষ্ট নয়।
দিল্লির মাদাম তুসোর জাদুঘরে শাহরুখ খান, আশা ভোঁসলে, বিরাট কোহলি সহ একাধিক জনের মোমের মূ্তি রাখা আছে। পাশাপাশি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরেও রয়েছে, কারিনা, শাহরুখ, প্রিয়াঙ্কা, অমিতাভ বচ্চন সহ একাধিক জনের মোমের মূর্তি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন