১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতইশান কাট্টার ও জানভি কাপুর অভিনীত 'ধড়ক' সিনেমাটি ২০ জুলাই মুক্তি পায়। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি। অন্যদিকে অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান।
ভারতের প্রায় ২ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নতুন জুটি সত্বেও বক্স অফিসে শুরুটা ভালো হয় ধড়ক সিনেমার।
সিনেমাটি প্রথমদিনে আয় করে ৮.৭১ কোটি রুপি। সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫১.৫৬ কোটি রুপি। এর মধ্যে মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ১১.০৪ কোটি ও ১৩.৯২ কোটি রুপি। উইকেন্ড শেষেও সিনেমাটির গড় আয় ছিল চার কোটির ওপরে।
সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটির আয় যথাক্রমে ৫.৫২ কোটি, ৪.৭৬ কোটি, ৪.০৬ কোটি ও ৩.৫৫ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এই তথ্য জানিয়েছে।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। ধড়ক সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান। সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন