১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগত সপ্তাহে তলপেটে প্রচণ্ড ব্যথা নিয়ে স্থানীয় চ্যাংঝাউ উজিং পিপসল হাসপাতালে যান ৫৬ বছর বয়সী এক নারী। ওই নারীর নাম ঝাং। চিনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা। তিনি পরে শরীরের বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে ডান কিডনিতে হাজারো পাথর দেখতে পান চিকিৎসকরা।
হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক নিয়াইক্সিন জানিয়েছেন, কিডনিতে অত পাথর দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। যা অস্ত্রোপচার করে পাথর বার করা ছাড়া উপায় ছিল না।
জানা যায়, অস্ত্রোপচার করে ওই নারীর কিডনি থেকে ২ হাজার ৯শ ৮০টি পাথর বার করেন চিকিৎসকরা। পাথর গুনতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে চিকিৎসকদের।
চিকিৎসকরা জানান, ডায়াবেটিসের ফলে সংক্রমণের জেরেই এই বিপুল সংখ্যাক পাথর তৈরি হয়েছিল ওই নারীর কিডনিতে। রোগী এখন সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন