আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতবলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। তবে রুপালি পর্দায় সর্বশেষ ২০০৮ সালে তাকে দেখা গেছে ‘হেভেন অন আর্থ’ ছবিতে। যদিও তার এই শেষ ছবিটি একেবারেই ফ্লপ। তারপর জনপ্রিয় এই নায়িকা যেন বলিউড থেকে এক প্রকার হারিয়ে যান। তবে ফের সিনেমার পর্দায় ফিরছেন প্রীতি।
তবে বলিউড নয়, প্রীতি ফের অভিনয়ে ফিরছেন ভোজপুরি ছবির হাত ধরে। 'ভাইয়াজী সুপারহিট’ নামে একটি ভোজপুরি ছবিতে দেখা যাবে প্রীতিকে।
যদিও 'ভাইয়াজী সুপারহিট' নামে এই ছবিটির শ্যুটিং চলেছে বহুদিন ধরে। ২০০১১ সালে শুরু হয়েছিল ছবির শ্যুটিং। প্রথমে এবছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। তবে কোনও কারণে তা পিছিয়ে যায়।
এই ছবিতে স্বপ্না দুবে নামক একটি চরিত্রে দেখা যাবে প্রীতিকে। প্রীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সানি দেওল, আমিশা প্যাটেল, আরসাদ ওয়ারসির মতো অভিনেতাকে।
এই ছবি সম্পর্কে মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সানি দেওল বলেছিলে, ভাইয়াজী সুপারহিট নামক এই ছবিটি অ্যাকশানে ভরপুর, এখানে আমাকে দ্বৈত্য ভূমিকায় দেখা যাবে। আশা করি এই ছবিতে আমি যা করতে চেয়েছি দর্শক তা পছন্দ করবে।
ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৯ অক্টোবর। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন প্রীতি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন