১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতলর্ডসের বাইশ গজে লড়াই করছেন বিরাট কোহলিরা। ঠিক সেই সময়ে স্টেডিয়ামের বাইরে ফেরিওয়ালার ভূমিকায় দেখা গেল শচীন টেন্ডুলকারের ছেলেকে। কাঁধে ব্যাগ নিয়ে ডিজিটাল রেডিও বিক্রি করছেন অর্জুন!
লন্ডনে এমসিসিতে ট্রেনিং করছেন শচীনপুত্র অর্জুন। ট্রেনিংয়ের মাঝে মাঠ কর্মীদের সাহায্যের জন্য ফেরি করে রেডিও বিক্রি করেন তিনি।
শুক্রবার বৃষ্টির পর খেলা শুরু হওয়ার ঠিক আগে লর্ডসের মাঠ কর্মীদের সঙ্গে হাত লাগান অর্জুন।
শচীনপুত্রের সেই ছবি পোস্ট করে টুইটারে লর্ডস ক্রিকেট মাঠের ম্যানেজমেন্টের পক্ষে লেখা হয়েছে, শুধু এমসিসি ইয়ং ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং নয়, গ্রাউন্ড স্টাফদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অর্জুন।
এ দৃশ্য দেখে অর্জুনের কাছে গিয়ে একটি রেডিও কেনেন হরভজন সিং। তার পর অর্জুনের সঙ্গে তাঁর ছবি তুলে তা নিজের টুইটারে পোস্ট করেন টিম ইন্ডিয়ার সাবেক অফ-স্পিনার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন