মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতনর্থ আমেরিকায় এবারের সবচেয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মন্ট্রিয়েলের স্বনামধন্য ক্রীড়া সংগঠন ‘বাংলাদেশ ফুটবল ক্লাব অব মন্ট্রিয়ল ( BFC)’।
১১ বৎসর পূর্বে প্রতিষ্ঠিত এই ক্লাবের উদ্যোগে প্রতি বৎসরই বড় আকারে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে।
আগামী ২৬ আগস্ট রোববার সকাল ১১ টায় শুরু হবে এই টুর্নামেন্ট 1650 Rue D'Argy তে অবস্থিত মাঠে|
ক্লাব কর্মকর্তাগণ জানিয়েছেন, এবারের টুর্নামেন্ট হবে খুবই জমজমাট ও উত্তেজনাপূর্ণ| টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও অনুশীলন। প্রতি সোমবার ও বুধবার সন্ধ্যায় ভার্দুন-বারলিং মাঠে চলে প্রশিক্ষণ।
ফুটবল মাঠ পরিদর্শনে দেখা যায়, ভারদান ফুটবল মাঠ যেন এক মিনি বাংলাদেশে পরিণত হয়েছে, বাংলাদেশি ফুটবল ক্লাবগুলির খেলোয়াড়েরা ঘাম ঝরাচ্ছেন টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য।
যে সব টিম খেলবে
1. Toronto Tiger
2. Mcgill University Bangladeshi club
3. Bengal United club
4. R.sporting club
5. Abu sporting club
6. Rubel Sporting club.
7. Parc ex Club
8. Eleven Star club of Montreal
সফলভাবে আরেকটি আয়োজন সম্পন্ন করার লক্ষ্যে ক্লাবের কর্মকর্তাগণ সকল বাংলাদেশি কানাডিয়ান ফুটবলপ্রেমীদের সহযোগিতা কামনা করেছেন।
আব্দুস সবুর, মন্ট্রিয়েল প্রতিনিধি
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন