১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতএবারো ঈদুল আজহার সময় দেশের বাইরে থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাহরাইনে একটি শোয়ে অংশ নিতে সোমবার (২০ আগস্ট) সকালের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন অপু। শো শেষ করে ঈদের পরের দিন ঢাকায় ফিরবেন তিনি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই আমি নিয়মিত কোরবানি দিয়েছি। প্রতিবছর আমি কোরবানি দেই। তবে এবার কোরবানির প্রথমদিন দেশে থাকব না। বাহরাইনে থাকব। সেখানে ঈদের দিন একটি অনুষ্ঠানে অংশ নেব। ঈদের পরের দিন দেশে ফিরব। ঈদের দিন ঢাকায় একটি খাসি কোরবানি দেওয়া হবে। বাকি দুটি খাসি ঈদের পরের দিন আমি এসে কোরবানি দেব।
বর্তমানে অপু বিশ্বাসের হাতে আছে বেশ কিছু চলচ্চিত্র। তারমধ্যে শুটিং শেষের পথে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও কলকাতার সুবীর মণ্ডলের ‘শর্টকাট’ নামের সিনেমা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন