মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতমক্কার গ্র্যান্ড মসজিদের (মসজিদুল হারাম) ইমাম ও খতিব শাইখ সালেহ আত তালিবকে সোমবার গ্রেপ্তার করেছে সৌদি সরকার। সম্প্রতি তাঁর নামে একটি বক্তব্য প্রচারিত হয় যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে মক্কার ইমামকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক মাধ্যম অ্যাডভোকেসি গ্রুপ প্রিজনার্স অব কনসায়েন্স’র বরাত দিয়ে এ খবর জানায় মিডল ইস্ট মনিটর। তবে যে বক্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আদৌ তার দেয়া বক্তব্য কি-না তা নিয়ে বিতর্ক রয়েছে।
যা ছিল তার বক্তব্যে-
'তোমরা আল্লাহর নাফরমান এবং যারা এই সমাজের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে চালু করছে তাদেরকে বয়কট করো। এ কথা আমাদের পূর্বসূরী বড় বড় উলামায়ে কেরামগণ বলে গেছেন।'
'ওই সমস্ত মানুষদের অনুষ্ঠানকে বর্জন করো যাদের কর্মপদ্ধতি সন্দেহযুক্ত এবং যারা নারীদেরকে রাস্তায় বের করে এবং ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেয়। তাদেরকে বয়কট করো৷'
'যারা নেশাযুক্ত পানীয়কে বৈধতা দান করে তাদেরকে বয়কট করো। গান-বাজনা এবং কমেডি, কৌতুক ও সিনেমার অনুষ্ঠানকে বয়কট করো।'
সৌদি কর্তৃপক্ষ মনে করে, এই বক্তব্যের মাধ্যমে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আধুনিকায়ন প্রক্রিয়াকে কটাক্ষ করা হয়েছে। আর এ ধরনের বক্তব্য প্রচারের দায়েই প্রথমে তাকে আটক ও পরে গ্রেপ্তার দেখায় দেশটির নিরাপত্তা বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর, খালিজ টাইমস
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন