মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতআইফোনপ্রেমীদের জন্য সুখবর। সেপ্টেম্বরে বাজারে আসছে নতুন তিন আইফোন। ফোন তিনটির মডেল হলো- আইফোন নাইন, আইফেন ইলেভেন এবং আইফোন ইলেভেন প্লাস।
এর মধ্যে সবচেয়ে কম দামের মডেলটি হলো আইফোন নাইন। এই ফোনে থাকছে ৬.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এতে থাকবে ফেস আনলক ফিচার। ফোনটি পাওয়া যাবে ৬৯৯ মার্কিন ডলার থেকে ৭৪৯ মার্কিন ডলারের মধ্যে।
অন্য দিকে বেশি দামের আইফোনের মডেল আইফোন ইলেভেন এবং ইলেভেন প্লাস। এই দুটি ফোনের মধ্যে আইফোন ইলেভেনে প্লাসে থাকবে বেশি বড় ডিসপ্লে। সেই কারণেই এই ফোনের দামও আইফোন ইলেভেনের চেয়ে বেশি হবে।
দুটি ফোনেই ওলিড ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপেল। ৫১২ জিবি রম ভার্সনে পাওয়া যাবে আইফোন ইলেভেন প্লাস মডেলটি।
আইফোন ইলেভেন কিনতে ৮৯৯ মার্কিন ডলার থেকে ৯৪৯ মার্কিন ডলার খরচ হবে গ্রাহকের। হাই এন্ড আইফোন ইলেভেন প্লাস ফোনের দাম হতে চলেছে ৯৯৯ মার্কিন ডলার।
সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ফোন তিনটি অবমু্ক্ত করা হলেও নতুন আইফোন বিক্রি শুরু হবে অক্টোবর মাসে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন