১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কেরামনশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। রোববার ইরাক সীমান্তের কাছে ৬.১ মাত্রার এ ভূমিকেম্পর উৎপত্তি বলে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
ভূমিকেম্পর কেন্দ্রস্থল ছিল তাজেহাবাদ শহর থেকে ১০ কিলোমিটার ও জাভানরুদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, পাঁচটি উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরটি ইরান সীমান্ত থেকে ৩৪২ কিলোমিটার দূরে অবস্থিত।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন