১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআসিফের গাড়ির সঙ্গে হঠাৎ একটি রিকশার ধাক্কা লাগে। ওই রিকশার যাত্রী ছিলেন অর্পা। দুর্ঘটনার কারণে অর্পা জ্ঞান হারিয়ে ফেলেন। আসিফ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
তার ব্যাগে খুঁজে কিছু টাকা ছাড়া কোনো ফোন বা ঠিকানা পাওয় যায় না। তাই ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয়। ঠিক দু’দিন পর অর্পার জ্ঞান ফেরে। তখন সে জানায় পার্লারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তিনি। সঙ্গে মোবাইল নিয়ে আসেনি। আসিফ তাকে বিশ্রাম নিতে বললে অর্পা তাকে বলেন, এখনই তার বাসায় যেতে হবে, কারণ আজ তার বিয়ে।
বিয়ের সাজ সাজতেই সে পার্লারে যাচ্ছিলো। আসিফ অর্পাকে জানায় দুর্ঘটনাটি দুইদিন আগে ঘটেছিলো। এটি ‘সেকেন্ড লাইফ’ নাটকের গল্প। এটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, আনন্দ খালেদ প্রমুখ।
বাংলাভিশনে মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন