মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতঝামেলা যেন হৃত্বিকের সঙ্গী। কখনও প্রেম তো কখনও ব্যবসা। এবার কোনও তর্ক-বিতর্ক নয় সোজা থানায় মামলা দায়ের। সম্প্রতি মুরলীধরন নামের এক ব্যক্তি, তামিলনাড়ুর কোডুঙ্গাইয়ার থানায় হৃত্বিক রোশনের নামে মামলা দায়ের করেছেন। ডিএমপি নিউজ সূত্রে এই তথ্য জানা যায়।
মুরলীধরনের দাবি, হৃত্বিকের এইচআরএক্স নামক থেকে ২১ লক্ষ টাকার পণ্য কিনেছিলেন তিনি। কিন্তু সে পণ্য নিয়মিত পাঠানো হত না। উপরন্তু, তার অগোচরেই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। ফলে পণ্যের জোগান বন্ধ হয়ে যায়।
এর জন্য মুরলীধরনকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ। ইতিমধ্যেই কোডুঙ্গাইয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। ৪২০ ধারায় হৃত্বিক-সহ আটজনের বিরুদ্ধে প্রতারণা ও অস্বচ্ছভাবে পণ্য জোগানের অভিযোগ আনা হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন