১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতশোনা যাচ্ছে, ‘এয়ারলিফ্ট’ অভিনেত্রী নিমরত কউরের সঙ্গে নাকি ‘ডেট’ করছেন সাবেক ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।
জোর গুঞ্জন ওঠেছে, রবি শাস্ত্রী গত ২ বছর ধরে নিমরতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্য মন্তব্য করতে চাননি দুজনের কেউই। বরং বিষয়টি গোপন রেখে সম্পর্ক চালিয়ে গেছেন।
জানা গেছে, একটি বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানীর যাত্রা অনুষ্ঠানে রবি-নিমরতের পরিচয় হয় ২০১৬ সালে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রেম-বিয়ে নতুন কিছু নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি, গীতা বর্ষা- হরভজন সিং, যুবরাজ সিং-হাজেল কিচ, সঙ্গীতা বিজলানি- আজহার উদ্দিন থেকে শুরু করে সর্বশেষ গত বছরের শেষের দিকে দীর্ঘদিনের প্রেমপর্ব শেষে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট কোহলি-আনুশকা শর্মা। এবার হয়তো সে পথেই হাঁটছেন রবি-নিমরত! তবে তা সময়ের অপেক্ষা মাত্র।
সূত্র : জি নিউজ, টাইমস অফ ইন্ডিয়া
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন