মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদে আগামী অধিবেশনই হবে এই সরকারের শেষ অধিবেশন। এ অধিবেশনেই পাস হবে ‘সড়ক-পরিবহন আইন-২০১৮’।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আইনটি পাস হওয়ার আগে পরীক্ষা-নীরিক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে যাবে। তখন আপনারা (সড়ক সংশ্লিষ্ট বিষেজ্ঞরা) চাইলে সংশোধন, পরামর্শ দিতে পারবেন। সংশোধন করা যাবে।
তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রীরা যে আন্দোলন করেছে, আমাদের চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাদের স্যালুট জানাই। তাদের কারণে আইনটি আলোর মুখ দেখেছে।
ওবায়দুল কাদের আরো বলেন, সংসদের ২২তম অধিবেশনই হবে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। এরপর সংসদের আর কোনো অধিবেশন বসবে না। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এই সংসদ ভাঙবে না। এমপিদেরও কোনো পাওয়ার থাকবে না।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন