মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতআগামী শুক্রবার জুমার নামাজ পড়ার পর বদলে যাবেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। ভক্তদের উদ্দেশে এমনই ঘোষণা দিলেন এই নায়ক। বুধবার রাতে ওয়েস্টিন হোটেলে শাহেন শাহ ছবির মহরতে এমন ঘোষণা দেন তিনি। কেন এমন ঘোষণা?
শাকিব বললেন, 'আমি প্রমিজ করছি। বহুদিন ধরে একটি বিষয় আমিও চাচ্ছিলাম। আমার ‘শিকারি’, নবাব’, ‘চালবাজ’ ছবিগুলোতে আমার পরিবর্তন দেখেছেন দর্শক। আমার ফ্যানরাও উদগ্রীব হয়ে থাকেন আমাকে নতুন নতুন রূপে দেখতে। তারা ইন্টারন্যাশনাল সুপারস্টারদের লুকের মতো তাদের হিরোকেও দেখতে চান।
এই অভিনেতা বলেন, 'তারা চান শাকিব খান সেই লেবেলের লুক নিয়ে তাদের মাঝে হাজির হোক। আমার ফ্যান ফলোয়ারদের আমি কথা দিচ্ছি, তারা যেমনটি দেখতে চান আগামীতে ঠিক তেমনভাবেই নতুন এক শাকিব খান হয়ে উপস্থিত হব, ইনশাল্লাহ। শিগগিরই আমি নতুন এক শাকিবকে হাজির করব। যাকে দেখে আমার ভক্তরা সত্যিই গর্বিত হবেন।
শাকিব খান গলায় ভিন্ন সুর এনে বললেন, আগামী শুক্রবার জুমার নামাজ পড়ার পর থেকেই এক নতুন শাকিবের পথ চলা শুরু হবে। আপনার সবাই শুধু আমার জন্য দোয়া করবেন।
অর্থাৎ শুক্রবার এমন কিছু বদল আসবে যার জন্য শাকিব ভক্তরা স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন