১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজনপ্রিয় হলিউড অভিনেতা বার্ট রেনল্ডস হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন। মিডিয়াপোস্ট সূত্রে এই তথ্য জানা যায়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বহু ছবি ও টেলিভিশন শো-তে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে ‘ড্যান আগস্ট’ এবং ‘গান স্মোক’ অন্যতম।
তার সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন৷ ১৯৭৮-১৯৮২ তিনি ক্যারিয়ারের মধ্যগগণে ছিলেন৷
সম্প্রতি তিনি বেশ কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। যার মধ্যে ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ উল্লেখ্যযোগ্য৷ যাতে ব্র্যাড পিট এবং লিওনার্ডে ডিক্যাপ্রিও রয়েছেন৷
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন