মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিত২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৬৭৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যাতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। গত অর্থবছরের প্রথম দুই মাসে যার পরিমাণ ছিল ৬৬২ কোটি ৮৬ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
ইপিবির সূত্র অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে ৫৭৩ কোটি ৫১ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে নিটওয়্যার ২৯১ কোটি ডলার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে ২৮২ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ৩.৮২ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরে ৫৫২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছর পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৬৮ কোটি ডলার। গত অর্থবছর রপ্তানি হয়েছে ৩ হাজার ৬১ কোটি ডলারের পোশাক।
আলোচ্য দুই মাসে ১৮ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছর একই সময়ে রপ্তানি হয়েছিল ২৪ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।
এছাড়া চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে ১৭ কোটি ৭৭ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬৮ শতাংশ বেশি। আগের বছরে কৃষিপণ্য রাপ্তানি হয়েছিল ১০ কোটি ৫৭ লাখ ডলারের। অন্যদিকে ১৩ কোটি ৪৩ লাখ ডলারের হোম টেক্সটাইল, ১৩ কোটি ১১ লাখ ডলারের পাট ও পাটপণ্য, ৮ কোটি ৭২ লাখ ডলারের হিমায়িত খাদ্য, ৪ কোটি ৮৯ লাখ ডলারর প্রকৌশলপণ্য রপ্তানি হয়েছে ওই দুই মাসে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন